২০২৩ সালের দুয়ারে সরকার ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল বসবে । এবারের দুয়ারে সরকারে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা যাবে ।
যারা নতুন করে আবেদন করতে চান বা জমির পরিমান আপডেট করতে চান তার কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন । সঠিক ভাবে আবেদন করলে একবারের হয়ে যাবে এই প্রকল্প ।
অনেকেরই বার বার আবেদন করার পরও হচ্ছে না কৃষক বন্ধু প্রকল্প – কারণ সঠিক ভাবে আবেদন না করার জন্য এই প্রকল্পের সুবিধা থেকে অনেকেই বঞ্চিত ।
আজকের আমরা ২০২৩ সালের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার সঠিক পদ্ধতি সম্পর্কে আবেদের নিচে বলা হলো।
কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট ও আবেদন পদ্ধতি ২০২৩
কৃষক বন্ধু প্রকল্প নতুন আবেদন বা কৃষক বন্ধু জমির পরিমান আপডেট করতে কি কি ডকুমেন্ট সমেত দুয়ারে সরকারে জমা করবেন , চলুন দেখে নেওয়া যাক ।
- জমির খতিয়ান : krishak bandhu আবেদন করার জন্য জমির খতিয়ান লাগবে ।
- বিক্রেতার ভোটার কার্ড : যার কাছ থেকে জমি ক্রয় করেছেন ওনার ভোটার কার্ড xerox লাগবে (যদি ওই বেক্তি মারা গিয়ে থাকে তাহলে মৃত্যু সার্টিফিকেট সেরোক্স )।
- আবেদনকারীর ভোটার কার্ড সেরোক্স ।
- আবেদনকারীর রেশন কার্ড ।
- আবেদনকারীর ব্যাঙ্ক এর পাস বই এর ফটোকপি ।
- ২কপি সাদা-কালো রঙিন ছবি ।
উল্লেখিত ডকুমেন্ট সমেত ও একটি কৃষকবন্ধু ফর্ম দ্বারা দুয়ারে সরকার ক্যাম্প এ জমা করতে হবে।
জমা করার কিছুদিন কর থেকে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে ভোটার কার্ডের নম্বর দিয়ে কৃষক বন্ধুর স্টেটাস দেখতে পারবেন ।
কিভাবে কৃষক বন্ধু স্টেটাস দেখবেন জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন ।