কৃষক বন্ধু চেক লিস্ট 2023 – WB Krishak Bandhu Checklist check in online

কৃষক বন্ধু চেক লিস্ট 2023: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রত্যেক কৃষকদের জন্য এনেছেন “Krishak Bandhu Scheme”. এই প্রকল্পের মাধ্যমে চাষীদের চাষবাস করার জন্য আর্থিক সাহার্য্য দেওয়া হয়ে থাকে।

কৃষক বন্ধু চেক লিস্ট 2023: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রত্যেক কৃষকদের জন্য এনেছেন “Krishak Bandhu Scheme”. এই প্রকল্পের মাধ্যমে চাষীদের চাষবাস করার জন্য আর্থিক সাহার্য্য দেওয়া হয়ে থাকে।

২০২২ সালে এই প্রকল্পের আর্থিক সহায়তার পরিমান দ্বিগুন করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যাদের জমির পরিমান এক একরের কম রয়েছে তাদের রাজ্য সরকার ৫হাজার টাকার আর্থিক সুবিধা দেন এবং যাদের জমির পরিমান এক একরের বেশি তাদের ১০ হাজার টাকার সুবিধা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার প্রতিবছর ।

নতুন কৃষক বন্ধু প্রকল্প অনুযায়ী (Natun Krishak Bandhu Scheme) প্রতিবছর যাদের জমির পরিমান ১একর এর কম তারা চাষের জন্য ২টি কিস্তিতে(রবি ও খারিফ শস্য) মোট ৫ হাজার টাকার সহায়তা পাবেন।

প্রিয় চাষিবন্ধু, আপনাদের জন্য সুখবর যে, শীতকালীন চাষের জন্য রাজ্য সরকার এই প্রকল্পের ইনস্টলমেন্ট রিলিজ করেছেন । তাই, কিছুদিনের মধ্যেই আপনারা এই প্রকল্পের টাকা দিয়ে শীতকালীন চাষ যেমন – আলু,গম, ভুট্টা, বোরো ধান, সবজি চাষ ইত্যাদি করতে পারবেন ।

এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গের লক্ষধিক চাষীরা এখন সরকারি অনুদানের মাধ্যমে তাদের চাষের কাজে বাড়াতে পেরেছেন এবং সঠিক সময় ফসলের সঠিক যত্ন করতে সক্ষম হচ্ছেন ।

চলুন তাহলে এখন, এই প্রকল্পের চেক লিস্ট কিভাবে দেখবেন সে সম্পর্কে জানা যাক ।

পশ্চিমবঙ্গের কৃষক চাষীরা তারা “কৃষক বন্ধু প্রকল্প” এর জন্য আবেদন করার পর কিভাবে এই প্রকল্পের লিস্ট চেক করতে পারবে এই নিয়েই আপনাদেকে সঠিক পদ্ধতি জানানো হল নিচে।

প্রকল্পের নাম কৃষক বন্ধু প্রকল্প
রাজ্য পশ্চিমবঙ্গ
সুবিধা কৃষিকাজে আর্থিক সরকারি অনুদান
যোগ্যতা প্রত্যেক পশ্চিমবঙ্গের চাষীরা বা কৃষিকাজের সঙ্গে যুক্ত
ওয়েবসাইট krishakbandhu.net

কৃষক বন্ধু চেক লিস্ট করার পদ্ধতি ২০২৩  

  1. প্রথমেই আপনাকে Krishakbandhu.net এই সরকারী ওয়েবসাইটি ওপেন করতে হবে যে কোন ব্রাউজার এ। অথবা গুগুলে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করলেও এই ওয়েবসাইটি পাবেন বা নিচে দেওয়া লিংক এ ক্লিক করেও সরাসরি যেতে পারবেন।

লিংক : Krishakbandhu.net

  1. ওয়েবসাইটি ওপেন করার পরবর্তী কাজ হল “নথিভুক্ত কৃষকের তথ্য” এই অপসন এ ক্লিক করা। এই অপসনটি ছবি সহ দেখে নিন নিচে। সরকারি ওয়েবসাইট ওপেন করার পর দ্বিতীয় অপশন এ এই “নথিভুক্ত কৃষকের তথ্য ” অপসন টি দেখতে পারবেন ।
krishak bandhu checklist । কৃষক বন্ধু চেক লিস্ট
krishak bondhu checklist 2022
  1. তারপর আপনার ভোটের আইডি (voter card id) লেখায় বক্স দেখতে পারবেন ওখানে ভোটের আইডিটি দিন ও i’m not a robot এই অপসন এ ক্লিক করুন।
  2. উপরের বলা পদ্ধতিগুলি করা সম্পূর্ণ হলে search অপসন এ ক্লিক করুন।
  3. এবারে আপনার কৃষক বন্ধু চেক লিস্ট (krishak Bandhu checklist) দেখতে পারবেন।

এবারে কী কী দেখতে পারবেন স্ট্যাটাস এ চলুন জানি –

কৃষক বন্ধু আইডি (KB ID) – Krishak Bandhu Id 

কী এই কৃষক বন্ধু আইডি?

এটি হল একটি নির্দিষ্ট নম্বর যা আপনার কৃষক বন্ধু প্রকল্প হয়েছে তার একটি আইডি বা পরিচিতি।

ওই চেক লিস্ট এ আপনার কৃষক বন্ধু আইডিটি নম্বরকে KB Id বলে।

জমির পরিমান অর্থাৎ Land Information

এছাড়া আপনি এই প্রকল্পের জন্য কতটুকু জমির যোগ্য তার পরিমান দেখতে পারবেন।

পরবর্তীতে আরও জমি সংযুক্ত করতে পারবেন।

আবেদনকারীর ডিটেলস

আপনার সম্পূর্ণ পরিচিতি দেখতে পারবেন অর্থাৎ আপনার ঠিকানা ও যাবতীয় সমস্ত তথ্য।

কৃষক বন্ধু টাকার স্ট্যাটাস – Krishak Bandhu prakalpa Payment Status

সর্বোপরি, আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকার স্ট্যাটাস দেখতে পারবেন।

যদি approved দেখায় তাহলেই বুজবেন আপনার টাকার জন্য approved হয়েছে।

কৃষক বন্ধু চেক লিস্ট ২০২৩, কৃষক বন্ধু চেক লিস্ট ২০২৩ – সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান ।

kisokbondhu.in

5 thoughts on “কৃষক বন্ধু চেক লিস্ট 2023 – WB Krishak Bandhu Checklist check in online”

  1. 2022সালের 1টা কিস্তি পেয়েছি, 2য় টা এখনও পায়নি সেটা কবে পাবো জানার আগ্রহ থাকলো।

    Reply
    • একটা কিস্তি যেহেতু পেয়েছেন তাহলে পরবর্তী কিস্তিগুলিও পাবেন একটু সময় অপেক্ষা করুন ।

      Reply

Leave a Comment