কৃষক বন্ধু আইডি নাম্বার চেক 2023: কৃষক বন্ধু আইডি নাম্বার অনলাইন মাধ্যমে বের করতে চান ? অনেক সময় চাষীদের বিভিন্ন কাজে “কৃষক বন্ধু আইডি নাম্বার “ (Krishak Bandhu Id ) এর প্রয়োজন পরে থাকে ।
কিন্তু, বেশিরভাগ কৃষকরা তাদের এই আইডি নাম্বারটি জানেন না ।
আজকে আমরা আপনাদেকে এই Krishak Bandhu id number check করার পদ্ধতি সম্পর্কে জানাবো ।
যে সমস্ত চাষিবন্ধুদের কৃষক বন্ধু প্রকল্প হয়েছে এবং এই প্রকল্পের সমস্ত সুবিধা যারা পাচ্ছেন তাদের এই প্রকল্পের একটি নম্বর হয়ে থাকে যাকে কৃষক বন্ধু আইডি বা KB Id বা Krishak Bandhu id বলা হয় ।
- এটি একটি উনিক নম্বর যা প্রত্যেক কৃষকের আলাদা আলাদা হয়ে থাকে ।
- এই নাম্বার দিয়ে অনেক সময় সরকারি বিভিন্ন সুবিধার জন্য প্রয়োজন হয় ।
- এই নম্বরটি অনলাইন মাধ্যমে বের করা যায়।
এবারে চলুন দেখা যাক কিভাবে এই আইডি অনলাইন বের করতে পারবেন ।
ID Name check | Krishak Bandhu Id check |
Scheme name | Krishak Bandhu Prakalpa |
Checking process | Online |
Website | krishakbandhu.net |
কৃষক বন্ধু আইডি নাম্বার চেক অনলাইন পদ্ধতি ২০২৩
খুব সহেজেই শুধুমাত্র আবেদনকারীর ভোটার কার্ড দিয়ে এই আইডি নাম্বারটি চেক করতে পারবেন মোবাইল দিয়ে অনলাইনে । নিচে আইডি নাম্বার চেক করার স্টেপ গুলি দেওয়া বলা হলো _

- প্রথমে আপনার মোবাইলের নেট অন করে যেকোনো একটি ওয়েবব্রাউসের ওপেন করুন ।
- তারপর গুগলে এ লিখুন Krishakbandhu.net বা Matirkatha.net – যে কোনো একটি সরকারি ওয়েবসাইট ওপেন করুন ।
- যদি কৃষক বন্ধু নেট এই ওয়েবসাইটি ওপেন করেন তাহলে “নথিভুক্ত কৃষকের তথ্য” এই অপসন এ ক্লিক করুন ।
- আর যদি মাঠির কথা কৃষক বন্ধু ওয়েবসাইটি ওপেন করেন তাহলে “কৃষক বন্ধু “ এই অপসন এ ক্লিক করুন এবং তারপর “নথিভুক্ত কৃষকের তথ্য” এই অপসন এ ক্লিক করতে হবে ।
- তারপর একটি নতুন পেজ খুলবে যেখানে ভোটার আইডি কার্ড লেখার একটি বক্স দেখতে পারবেন ।
- Enter Voter Id Card – এই বক্স এ আপনার ভোটার আইডিটি লিখুন ।
- তারপর i’m not a robot এ ক্লিক করে submit এ করুন ।
- এবারে আপনার Krishak Bandhu id number দেখতে পারবেন ।
মনে রাখবেন KB id হল কৃষক বন্ধু আইডি , এই KB ID টি লিখে নিন । যে কোনো দরকারে এই নাম্বারটি ব্যবহার করতে পারবেন ।
পিয়ার মহম্মদ