Krishak Bandhu payment, not receipt : আগামী ২৬ এপ্রিল থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে । এই কিস্তিটি খরিফ মরসুমের জন্য । ইতিমধ্যে অনেকেরই টাকা ঢুকে গেছে একাউন্ট এ ।
কিন্তু যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা একাউন্ট এ পাননি তাদের জন্য কিছু পরামর্শ নিয়ে আজকের এই প্রতিবেদন ।
আপনি কি কৃষক বন্ধু টাকা পাননি ? বা কৃষক বন্ধু টাকা ঢুকেনি ?
যদি, আপনি এই প্রকল্পের জন্য খরিফ মরসুমের টাকা এখনো না পেয়ে থাকেন তাহলে এই লিখাটি আপনার জন্য ।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ সরকার বছরে ২বার দেন – খরিফ মরসুমের ও রবি মরসুমের জন্য । গত ২৬ এপ্রিল খরিফ মরসুমের টাকা দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর ।
আজ থেকে মে মাস শুরু কিন্তু অনেকেই এই কিস্তির টাকা পাননি, এমন কৃষক অনেকেই রয়েছেন । যাদের টাকা ঢুকে নাই, কবে ডুকবে কৃষক বন্ধুর টাকা জানতে চান অনেকেই । তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণই তথ্য বা পরামর্শ দেওয়া হল –
- প্রথমত, কৃষক বন্ধু টাকা ঢুকছে কিনা দেখার জন্য একবার কৃষক বন্ধু স্টেটাস চেক করুন । কিভাবে করবেন জানতে পড়ুন – krishak-bandhu-status
- দ্বিতীয়ত, স্টেটাস দেখেই বুজতে পারবেন টাকা ঢুকছে নাকি ঢুকার সম্ভাবনা রয়েছে । যদি Transaction Success দেখায় তাহলে বুজবেন টাকা ঢুকে গেছে , আর যদি account validate দেখায় বা অন্যকিছু তাহলে অপেক্ষা করুন ।
- তৃতীয়ত , যদি মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা না অথচ সব কিছু ঠিক থাকে তাহলে বুজতে হবে পরবর্তী কিস্তিতে টাকা আপনার কনফার্ম ডুকবে ।
- অনেকসময় যাদের এবারে নতুন কৃষক বন্ধু হয়েছে তাদের টাকা নাও ঢুকতে পারে কিন্তু পরবর্তী কিস্তি থেকে টাকা ডুকবেই ।
আমাদের কৃষকবন্ধুর whatsapp গ্রূপে join হতে ভুলবেন না , সমস্ত আপডেট রাখতে ।
WhatsApp Group | Join Now |
KisokBondhu.in | Krishak Bandhu Scheme 2023 |
Ami Krishak bandhu taka pay na