প্রত্যেকটি কৃষক এই প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে তা জানতে চান । কেননা এই টাকা দিয়েই শুরু হয় চাষের কাজ । এই সাহার্য্য পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে প্রত্যেকটি চাষী ।
পশ্চিমবঙ্গের চাষাবাদ সাধারণত দুইটি ঋতুতে বেশি পরিমানে হয়ে থাকে একটি ১ ) বর্ষাকালীন চাষ ২) শীতকালীন চাষ ।
এই সময়ে কৃষকের অর্থের প্রয়োজন হয় । কারণ এই দুই সময়ে চাষীরা তাদের জমিতে বিভিন্ন ফসল ফালায় । যেহুতু এই সময়ে চাষের জন্য জমি চাষ করা , বীজ কেনা ,কীটনাশক কেনা, ইত্যাদি জন্য অনেক সময় কৃষকদের হাতে যথেষ্ট টাকা না থাকার ফলে সঠিক ভাবে চাষ আবাদ করতে পারেন না ।
এই সমস্ত সমস্যার কথা ভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট এর তরফে এই কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেন । এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের জন্য আর্থিক সাহার্য্য করেন ।
কেনা হবে ফসলের বীজ ,সার , কীটনাশক করতে হবে জমি চাষ ।
পশ্চিমবঙ্গে মূলত দুইটি ঋতুতেই সবথেকে চাষ বেশি করা হয় –
- শীতকালীন চাষ ।( রবিশস্য )
- বর্ষাকালীন চাষ । ( খরিফ শস্য )
এই দুই মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের রবি ও খরিফ চাষের জন্য বাৎসরিক ৫০০০-১০,০০০ হাজার টাকার সাহার্য্য করে থাকে ।( এক একরের কম ৫ হাজার টাকা এবং এক একরের বেশি ১০ হাজার টাকা )
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে ?
এখন প্রশ্ন হল – এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে ? অর্থাৎ কোন বর্ষাকালীন চাষের জন্য এই প্রকল্পের টাকা কবে ডুকবে এবং শীতকালীন চাষের জন্য এই প্রকল্পের টাকা কবে ডুকবে ? এটি জানতে চান কৃষকরা ।
কিন্তু চিন্তার কোনো কারণ নাই কেননা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ তরফে জানানো হয়েছে কবে পাওয়া যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ।
প্রকল্পের নাম | কৃষক বন্ধু প্রকল্প |
রাজ্যে | পশ্চিমবঙ্গ |
সুবিধা | চাষের জন্য আর্থিক অনুদান |
সুবিধাভোগী | ১৮ থেকে ৬০ বৎসরের কৃষক |
ওয়েবসাইট | https://krishakbandhu.net/ |
Table of Contents
রবিশস্য : শীতকালীন চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারিখ ?
Rabi seasons installment (রবি শস্য) : শীতকালীন চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা নভেম্বর মাসের পাওয়া যাবে ।
খরিফ শস্য: বর্ষাকালীন চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারিখ ?
Kharif seasons installment (খরিফ শস্য) : কৃষক বন্ধু প্রকল্পের টাকা খরিফ শস্যের টাকা পাওয়া যাবে জুন মাসে ।
পশ্চিমবঙ্গের চাষীরা এখন এই প্রকল্পের কিস্তির উপর নির্ভর করে তাদের চাষাবাদ করে থাকেন, তাই এই প্রকল্পরের টাকা কবে পাওয়া যাবে সেই আশায় অনেকেই অপেক্ষা করে থাকে ।
আমরা আপনাদের অফিসিয়াল বলা নোটিফিকেশনের উপর ভিক্তি করে উপরোক্ত তথ্যগুলি দিলাম । ঠিক ওই সময়ে আপনার কৃষকবন্ধুর টাকা নাও পেতে পারেন কেননা অনেকসময় একটু দেরি করেই কিস্তি পাওয়া যায় । তাই চিন্তার কোনো কারণ নেই যদি আপনার এই প্রকল্প সঠিক ভাবে হয়ে থাকে তাহলে আপনার কৃষকবন্ধুর টাকা পেয়ে যাবেন ।