প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি লিস্ট ২০২৩ | PM Kisan List, Status check West Bengal

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট ২০২৩ । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট ওয়েস্ট বেঙ্গল । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি স্ট্যাটাস ।

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট ২০২৩ । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট ওয়েস্ট বেঙ্গল । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি স্ট্যাটাস ।

কেন্দ্রীয় সরকার ভারতের কৃষকদের জন্য “প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনা দ্বারা আর্থিক সহযোগিতা করে থাকেন কৃষকদের ।

পশ্চিমবঙ্গের কৃষকরা রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পের সুবিধার পাশাপাশি কেন্দ্রীয় যোজনা প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ।

আজকে আমরা আপনাদের এই প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট সম্পর্কে এবং নতুন কিস্তি ও এই যোজনার স্টেটাস চেক সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচে তুলে ধরলাম ।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ২০২৩

যোজনার নাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি 
রাজ্য পশ্চিমবঙ্গ 
কিস্তির সাল ২০২৩
সুবিধাভোগী সমস্ত চাষিবন্ধু 
কিস্তির পরিমান ২ হাজার টাকা 
ওয়েবসাইট pmkisan.gov.in 

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি লিস্ট ২০২৩

যে সমস্ত কৃষকরা এই যোজনার জন্য আবেদন করেছেন এবং সুবিধা পাচ্ছেন তারা নতুন বছরের ২০২৩ সালের এই যোজনার লিস্ট চেক করতে পারেন ।

এবারে আমরা দেখবো প্রধানমন্ত্রী কিষান নিধি লিস্ট ওয়েস্ট বেঙ্গল । চলুন তাহলে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে এই লিস্ট দেখা যায় এবং আপনার কিস্তির টাকা কবে পাবেন সে সম্পর্কে জানার পদ্ধতিটি জানা যাক ।

আমরা সকলেই জানি যে, প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনায় প্রতিবছরে মোট ৩টি কিস্তিতে ৬ হাজার টাকার সুবিধা পান কৃষকরা ।

  • প্রথম কিস্তির পরিমান ২০০০ টাকা ।
  • দ্বিতীয় কিস্তির পরিমান ২০০০ টাকা ।
  • তৃতীয় কিস্তির পরিমান ২০০০  টাকা ।

২০২৩ সালের নতুন কিস্তির টাকা ব্যাঙ্ক একাউন্ট এ ঢুকার কাজ শুরু হয়েছে । চলুন লিস্ট চেক করার পদ্ধতি জানা যাক ।

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট দেখার অনলাইন পদ্ধতি ২০২৩ 

  1. প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট জানার জন্য প্রধমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটি আপনার মোবাইল ওপেন করুন । নিচে অফিসিয়াল ওয়েবসাইটি  দেওয়া হলো – pmkisan.gov.in 
  2. পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন করার পর Beneficiary List এ ক্লিক করুন ।
  3. এবারে State সিলেক্ট করুন তারপর District >Sub-District>Block>Village এসমস্তকিছু দিয়ে Get Report এ ক্লিক করুন ।
pm kisan list

এখন প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট থেকে আপনার নাম খুঁজে বের করুন ।

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি স্টেটাস চেক ২০২৩ 

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি স্টেটাস দেখার পদ্ধতি জানতে নিচের দেওয়া স্টেপগুলি দেখুন –

  • pmkisan.gov.in ওয়েবসাইটি আপনার মোবাইল এ খুলুন ।
  • তারপর BENEFICIARY STATUS এ ক্লিক করুন ।
  • এবারে আপনার মোবাইল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচা দিন এবং Get Data এ ক্লিক করুন ।

এই ছিল আজকের বিষয় প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য । এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন ।

Leave a Comment