প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট ২০২৩ । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট ওয়েস্ট বেঙ্গল । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি স্ট্যাটাস ।
Table of Contents
প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট ২০২৩ । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট ওয়েস্ট বেঙ্গল । প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি স্ট্যাটাস ।
কেন্দ্রীয় সরকার ভারতের কৃষকদের জন্য “প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনা দ্বারা আর্থিক সহযোগিতা করে থাকেন কৃষকদের ।
পশ্চিমবঙ্গের কৃষকরা রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পের সুবিধার পাশাপাশি কেন্দ্রীয় যোজনা প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ।
আজকে আমরা আপনাদের এই প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট সম্পর্কে এবং নতুন কিস্তি ও এই যোজনার স্টেটাস চেক সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচে তুলে ধরলাম ।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ২০২৩
যোজনার নাম | প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
কিস্তির সাল | ২০২৩ |
সুবিধাভোগী | সমস্ত চাষিবন্ধু |
কিস্তির পরিমান | ২ হাজার টাকা |
ওয়েবসাইট | pmkisan.gov.in |
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি লিস্ট ২০২৩
যে সমস্ত কৃষকরা এই যোজনার জন্য আবেদন করেছেন এবং সুবিধা পাচ্ছেন তারা নতুন বছরের ২০২৩ সালের এই যোজনার লিস্ট চেক করতে পারেন ।
এবারে আমরা দেখবো প্রধানমন্ত্রী কিষান নিধি লিস্ট ওয়েস্ট বেঙ্গল । চলুন তাহলে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে এই লিস্ট দেখা যায় এবং আপনার কিস্তির টাকা কবে পাবেন সে সম্পর্কে জানার পদ্ধতিটি জানা যাক ।
আমরা সকলেই জানি যে, প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনায় প্রতিবছরে মোট ৩টি কিস্তিতে ৬ হাজার টাকার সুবিধা পান কৃষকরা ।
- প্রথম কিস্তির পরিমান ২০০০ টাকা ।
- দ্বিতীয় কিস্তির পরিমান ২০০০ টাকা ।
- তৃতীয় কিস্তির পরিমান ২০০০ টাকা ।
২০২৩ সালের নতুন কিস্তির টাকা ব্যাঙ্ক একাউন্ট এ ঢুকার কাজ শুরু হয়েছে । চলুন লিস্ট চেক করার পদ্ধতি জানা যাক ।
প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট দেখার অনলাইন পদ্ধতি ২০২৩
- প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট জানার জন্য প্রধমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটি আপনার মোবাইল ওপেন করুন । নিচে অফিসিয়াল ওয়েবসাইটি দেওয়া হলো – pmkisan.gov.in
- পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন করার পর Beneficiary List এ ক্লিক করুন ।
- এবারে State সিলেক্ট করুন তারপর District >Sub-District>Block>Village এসমস্তকিছু দিয়ে Get Report এ ক্লিক করুন ।

এখন প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট থেকে আপনার নাম খুঁজে বের করুন ।
প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি স্টেটাস চেক ২০২৩
প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি স্টেটাস দেখার পদ্ধতি জানতে নিচের দেওয়া স্টেপগুলি দেখুন –
- pmkisan.gov.in ওয়েবসাইটি আপনার মোবাইল এ খুলুন ।
- তারপর BENEFICIARY STATUS এ ক্লিক করুন ।
- এবারে আপনার মোবাইল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচা দিন এবং Get Data এ ক্লিক করুন ।

এই ছিল আজকের বিষয় প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি লিস্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য । এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন ।